ঢাকা,বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযানঃ১টি গাড়ী,২মেশিন জব্দ,১টি মেশিন ধ্বংস

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে হারবাং,বিকেল ৪টায় ডুলাহাজার ও সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে খুটাখালীতে অভিযান পরিচালনা করেন,ভ্রাম্যমাণ্য আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফান উদ্দিন বলেন-উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজার পাড়া নামক স্হানের ছড়া থেকে ১টি ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছি।এটি উঠানোর মত সুযোগ ছিলনা।তাছাড়া ওই স্হান থেকে বালু উত্তোলনের বিষয়ে পরিবেশের মামলাও রয়েছেন।পরে ডুলাহাজারা ইউনিয়নস্হ সার্ফারী পার্কের পূর্বপাশে লাগোয়া দাঙ্গারবিলস্হ চলমান ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারকারী ১টি ডাম্পার গাড়ী আটক করি ও খুটাখালীর বাজারস্হ মহাসড়কস্হ ব্রীজের লাগোয়া পূর্বপাশে ছড়া থেকে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান একর্মকর্তা।
অভিযানে চকরিয়া ইউনিয়ন ভূমি অফিসের তফসিলদার মনছুর আলম,খুটাখালী ইউনিয়ন ভূমি অফিসের একজন,আনচার সদস্য সহ কয়েকজন লেবার উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: