ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়ায় অনিয়ন্ত্রিত ডিজিটাল কনটেন্ট ও অনলাইন আসক্তি সর্ম্পকে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  ‘অনিয়ন্ত্রিত ডিজিটাল কনটেন্ট, ক্রমবর্ধমান অনলাইন আসক্তি ও কোভিডকালে কিশোর-তরুণদের মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ’ শীর্ষক এক অনলাইন আলোচনা চকরিয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে রোববার বিকেলে অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হওয়া এ আলোচনা সভায় সঞ্চালক ছিলেন চকরিয়া পিএফজির উপদেষ্টা, চকরিয়া সুজনের সভাপতি ও চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট লুৎফুল কবির।

চকরিয়া পিএফজির পিস এ্যাম্বাসেডর শাহানা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের এসপিএল প্রোগ্রামের ম্যানেজার সৈকত শুভ্র আইচ মনন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদুল হক। প্রধান আলোচকের বক্তব্য দেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব আ ক ম গিয়াস উদ্দিন।

এতে বিশেষ আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন চকরিয়া পিএফজির সদস্য ও চকরিয়া সুজনের সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দিন আহমদ, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, চকরিয়া সনাকের সম্পাদক হুর ই জান্নাত মিলি, চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আততিহারুল কবির তিহার, পূর্ব কোনাখালী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বদরুন্নাহার কলি, চকরিয়া পিএফজির পিস এ্যাম্বাসেডর নিগার উম্মে সালমা এ্যানি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার মাকসুদা খানম হিরা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পেইভ প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মাইমুনা আক্তার রুবি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার সদরুল আমিন প্রমুখ।##

 

পাঠকের মতামত: