ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় অটোরিকশা-ট্রাক ডাম্পারের সংঘর্ষে বাঁশখালীর যুবক নিহত

চকরিয়া অনলাইন ::  কক্সবাজারের চকরিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে বাঁশখালীর মোহাম্মদ রাসেল (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ আনুমানিক ২টার দিকে চকরিয়া বোনের বাড়িতে বেড়াতে যাওয়াই মুহুর্তে উপজেলা দরবেশ কাটা এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ রাসেল বাঁশখালী উপজেলা গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনার সাদেক আলী সিকদার বাড়ির জাকের বৈদ্যর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ রাসেল সকালে সিএনজিচালিত অটোরিকশা যোগে চকরিয়া তার বোনের বাড়িতে
বেড়াতে যাওয়ার পথে দরবেশ কাটা নামক স্থানে পৌঁছালে সিএনজি ও ট্রাক ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, নিহতের পরিবার এ বিষয়ে কোনো মামলা করবেনা বলছে, বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদানপূর্বক তাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দেয়া হয়েছে।

পাঠকের মতামত: