দ্বিতীয় দফায় কক্সবাজারের চকরিয়াসহ দেশের ১০ পৌরসভার ভোট হবে আগামী ২০ মার্চ। আজ বুধবার দ্বিতীয় দফায় পৌর নির্বাচনের এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপ-সচিব সামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। এছাড়া ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই এবং ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
এই দফায় যেসব পৌরসভায় নির্বাচন হচ্ছে-রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ এবং ফেনীর সোনাগাজী।
গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলভিত্তিক ভোট হয়। এতে ২০টি দল অংশ নেয়।
পাঠকের মতামত: