নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চিংড়ি জোনখ্যাত চকরিয়ার বদরখালীতে চিংড়ি ঘেরের একটি মাছ ধরার জালে আটকা পড়ে থাকতে দেখে একটি মরদেহ। শুক্রবার (৪ আগস্ট) রাত ১১টায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, চিংড়ি ঘেরের মাছ ধরার জালে আটকাপড়া ব্যক্তির নাম কপিল উদ্দিন (৫৫)। তিনি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুকুরিয়া পাড়ার রফিক উদ্দিনের ছেলে। তবে তিনি ওই চিংড়ি ঘেরের মালিক বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ফোর্স পাঠিয়েছি। কিভাবে চিংড়ি ঘেরের মালিক মারা গেছে তা জানার চেষ্টা চলছে।
এদিকে, বদরখালীর বাসিন্দা জসিম উদ্দিন বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কপিল চিংড়ি ঘেরে যায় পলবোট মেরামত করতে। রাত পৌনে ১২টার দিকে হঠাৎ ফেসবুকে দেখি তার মরদেহ পাওয়া গেছে। সে কিভাবে মারা গেছে এখনো জানা যায়নি।
পাঠকের মতামত: