ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার আনসার কমান্ডার আবু তালেব ফারুকী আর নেই

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আবু তালেব ফারুকী প্রকাশ ভিডিপি আবু তালেব ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তিনি ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামের বাসিন্দা মরহুম জালাল আহমেদ পুত্র।
মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালের আইসিইউ-তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে শ্বাসকষ্ট জনিত সমস্যায় নিয়ে আবু তালেব ফারুকী বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় তিনি সেখানে ভর্তি হন। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন আনসার কমান্ডার আবু তালেব ফারুকী মারা যাওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। তিন পুত্র ও চার কন্যা সন্তানের জনক আবু তালেব ফারুকীর বয়স ছিল ৫৮ বছর। বুধবার পবিত্র জুহর নামাজের পর স্থানীয় উলুবনিয়া পুরাতন জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে চকরিয়া উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আবু তালেব ফারুকীর মৃত্যুতে কর্মক্ষেত্রের সহকর্মীরাসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত: