এইচ এম রুহুল কাদের, চকরিয়া : শনিবার (৬মে) এসএসসি পরীক্ষা চলাকালীন চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক,হাসপাতাল পাড়া,মহিলা কলেজের পাশে বিভিন্ন কোচিং সেন্টার খোলা রাখা হয়েছে ।
সায়েমা প্লাজার সামনে এ+ স্টুডেন্ট কেয়ার নামের একটি কোচিং সেন্টারে বিকেল ৩টায় কোচিং ক্লাস চলছিল। গোপন সংবাদ পেয়ে সেখানে হাজির কয়েকজন সাংবাদিক । দেখা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করেই খোলা রাখার পাশাপাশি কোচিং সেন্টারটিতে ক্লাস নেয়া হচ্ছে।
সবুবজবাগ আবাসিক এলাকায় ব্রিলিয়ান্ট কোচিং, রয়েল কোচিং, আইকন কোচিংসহ বেশ কয়েকটি কোচিং সেন্টারে ধরা পড়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করানোর চিত্র। কোথাও কোচিং সেন্টারের দরজা বন্ধ, কোথাও অর্ধেক নামিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
এই ব্যাপারে কোচিং সেন্টার মালিকরা বলেন, জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত স্কুলে বিভিন্ন কারণে পড়া-লেখা হয়নি, তারমধ্যে এসএসসি পরীক্ষার বন্ধ, তাই ঘাটতি পূরণ করতে কোচিং এর বিকল্প নাই ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, কোচিং সেন্টার বন্ধে শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশ আছে, কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
নিষেধাজ্ঞা অমান্যকরলে কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ।
উল্লেখ্য, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস ও গুজব প্রতিরোধে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
পাঠকের মতামত: