ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিযার কাকারার মাহমুদুর রহমান উখিয়ায় সড়ক দূর্ঘটনায় মারা গেছে

নিউজ ডেস্ক ::  চকরিযা উপজেলার কাকারা ইউনিয়নের লোটনী এলাকার মাহামুদুর রহমান পিতা নুরুল ইসলাম ও মাতা শাহেদা বেগম তিনি উখিয়ায় মোটর সাইকেল এক্সিডেন্টে মারা গেছে। বর্তমানে মাহামুদুর রহমান কোট বাজার অরিজিন হাসপাতালে আছে বলে জানা গেছে। সংবাদদাতা জানিয়েছেন, তার মোবাইল নাম্বার না থাকার কারণে তার সাথে যোগাযোগ করার জন্য আত্মীয় স্বজনকে তার ব্যবহৃত নাম্বারে যোগাযোগ-+৮৮০১৮৪৮৩৪৯৫৯৫+৮৮০১৮৩৯৬৫৬৯১৩ করার জন্য অনুরোধ করা হযেছে।

পাঠকের মতামত: