ঢাকা,মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫

তারুণ্যের উৎসব উপলক্ষে 

চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বণার্ঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে।
চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না বড়ুয়া লাকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের  শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটির আহবায়ক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্বাস আহমদ।
বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি মানসিক প্রফুল্লতার জন্য সুস্থ বিনোদন চর্চার বিকল্প নেই। তাই ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রেখে অভিজ্ঞতা ও দক্ষতার জায়গাকে সমৃদ্ধ করতে হবে। তাহলেই আজকের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার  ভিত্তিতে একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসা সম্ভব হবে। এরআগে তিনি শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় সুসজ্জিত পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী হাউজ ফিতা কেটে উদ্বোধন ও পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম ও সাবেক সহকারী প্রধান শিক্ষক এনামুল হক।
এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্রীড়া কমিটির আহবায়ক মাস্টার মোহাম্মদ আবু শোয়াইব, সদস্য সচিব মাস্টার শহিদুল হক হাসান, সাংস্কৃতিক কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন, শিক্ষক রাসেল উদ্দিন, তরিকুল ইসলাম, ইফতেখার নাঈম মোল্লা, মাওলানা জাফর আলম, সাইফুদ্দিন আহমদ মানিক, মনি সোলতানা, উত্তম কুমার দে, রাজিবুল ইসলাম, রুপন কান্তি জলদাশ, মোতাহারা বেগম, খাদিজাতুল কোবরা গোলাপ, সাব্বির আহমদ, সুমন ইসলাম, আবদুল কাদের, রাজিবুল ইসলাম ও শাহরিয়ার হোসাইন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন  প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন।

পাঠকের মতামত: