ঢাকা,শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চকরিয়া-বদরখালী ও মহেশখালী সড়কে ভোগান্তি অল্প বৃষ্টিতে

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  সামান্য বৃষ্টিতেই চকরিয়া-বদরখালী ও মহেশখালী সড়কে ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দা ও কর্মস্থলে ফেরত যাত্রীরা। বিশেষ করে চকরিয়া থানার পূর্বপাশে ও সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা পয়েন্টে প্রায় তিন কিলোমিটার জুড়ে অসংখ্য গর্তে বৃষ্টির পানি জমে থাকায় যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। ফলে এ গুরুত্বপূর্ন সড়ক দিয়ে প্রতিদিন যাওয়া আসা করা হাজার হাজার মানুষ চরম দূর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, গত দুইদিনের বৃষ্টিতে চকরিয়া-বদরখালী ও মহেশখালী সড়কের মাইজঘোনা ষ্টেশনের পূর্বপাশে বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্ত গুলোতে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকায় সড়কটি অচল হয়ে পড়েছে। এতে সড়কের প্রায় তিন কিলোমিটার জুড়ে খানা খন্দকে ভরে গেছে। এরফলে এই সড়ক দিয়ে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও বদরখালী থেকে আসা চকরিয়াগামী শতশত যানবাহনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
মাইজঘোনা এলাকার স্থানীয় লোকজন জানান, গত দুইদিন সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার প্রায় তিন কিলোমিটার এলাকা খানা খন্দকে ভরে গেছে। গর্ত গুলোতে পানি জমে থাকায় ঘন্টার পর ঘন্টা ধরে শতশত গাড়ি আটকা পড়েছে। জানুয়ারিতে এই সড়কটি একটি ঠিকাদার কাজ সম্পন্ন করেছেন। কাজের মান তেমন ভালো হয়নি। সড়কের উপরের অংশ গুলো উঠে যাচ্ছে।
তিনি আরও বলেন, ছোট গাড়ি গুলো উল্টে যাচ্ছে। এরইমধ্যে কয়েকটি টমটম ও গাড়ি ও মোটরসাইকেল উল্টে গিয়েছিল।
স্থানীয় চিকিৎসক ডা. আব্দুর রহিম জানান, বৃষ্টি হলে সড়কে গাড়ি চালানো খুব কঠিন হয়ে পড়ে। প্রতিদিনই কোনো না কোনো গাড়ি গর্তে পড়ে ক্ষতিগ্রস্থ হয়।  এই সড়কের অবস্থা খুবই খারাপ। বিগত ঠিকাদার যেনতেন কাজ করে চলে গেছেন। সড়কে কাজের মানও তেমন ভালো নয়। অল্প বৃষ্টিতে সড়কে পানি জমে থাকায় দূর্ভোগে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া শাখার উপ-সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, জানুয়ারিতে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান চকরিয়া-মহেশখালী ও বদরখালী সড়কের মেরামত কাজ শেষ করেছেন। সড়কের মেরামত শেষ হলেও গত দুদিনের সামান্য বৃষ্টিতে চকরিয়া থানার পূর্ব পাশে ও মাইজঘোনা ষ্টেশনের পূর্বপাশে খানা খন্দক ও গর্তের সৃষ্টি হয়েছে। খুব দ্রæত সময়ের মধ্যে খানা খন্দক ও গর্ত গুলো মেরামত করা হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত: