ঢাকা,বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে

চকরিয়ার বরইতলীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া  :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার (২৫ মার্চ) বাদে আসর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় । এতে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া-পেকুয়ার জননেতা আব্দুল্লাহ আল ফারুক । প্রধান আলোচক ছিলেন, চকরিয়া উপজেলার উপদেষ্টা মাওলানা ছৈয়দ করিম ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলার উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম, উপদেষ্টা মাষ্টার রশিদুর রহমান চৌধুরী। চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের, ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জায়েদুল ইসলাম। ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শওকতুল ইসলামের উদ্বোধনী বক্তব্য ও বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা নাছির উদ্দীন। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, পবিত্র মাহে রমজানের উদ্দেশ্য তাকওয়া অর্জন করা , নিজেকে সকল ধরনের পাপাচার থেকে বিরত রাখা,এবং অন্য মাসের চেয়ে রমজান মাসে ইবাদত বন্দেগী বৃদ্ধি করা। এসময় প্রধান অতিথি, অধীনস্থ শ্রমিকদের ঈদের বিষয়টি খেয়াল রাখার অনুরোধ।

পাঠকের মতামত: