ঢাকা,মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ইউপি চেয়ারম্যানরা অনুপস্থিত থাকায়

চকরিয়ায় ফের ৬ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আরও ছয়টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের বিপরীতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলার পশ্চিম বড়ভেওলা, সাহারবিল, হারবাং, লক্ষ্যারচর, ফাসিয়াখালী ও বিএমচর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।
রোববার ৯ ফেব্রুয়ারী ইস্যু করা চিঠিতে বলা হয়েছে,  মামলা সংক্রান্ত আইনী জটিলতার কারণে চকরিয়া উপজেলার এসব ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা দীর্ঘদিন ধরে পরিষদের সেবা কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন।
এই প্রেক্ষাপটে জনগণের মাঝে ইউনিয়ন পরিষদের সবধরনের নাগরিক সেবা নিশ্চিত করতে উপজেলার ৬ ইউনিয়ন যথাক্রমে পশ্চিম বড়ভেওলা, সাহারবিল, হারবাং ইউনিয়ন পরিষদে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান,  লক্ষ্যারচর ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদে সহকারী কমিশনার (ভুমি) মো: এরফান উদ্দিনকে  প্রশাসক এবং বিএমচর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিককে আর্থিক ক্ষমতা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২১ সালের ডিসেম্বরে নির্বাচিত হয়ে পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাহারবিল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নবী হোছাইন, হারবাং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হেলাল উদ্দিন ও বিএমচর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরনের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে ইতোমধ্যে চারদফায় উপজেলার ১২ ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলায় ১৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সেখান থেকে ১২ ইউনিয়ন পরিষদে প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আগে থেকে আর্থিক ক্ষমতা সহকারে দায়িত্ব পালন করছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ও খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান। তবে এখনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি বাকি চার ইউনিয়ন যথাক্রমে বমুবিলছড়ি, ঢেমুশিয়া, পুর্ববড় ভেওলা ও কৈয়ারবিল ইউনিয়নে।

পাঠকের মতামত: