প্রকাশ:
২০২৫-০১-১৩ ২৩:১৭:৩৮
আপডেট:২০২৫-০১-১৩ ২৩:১৭:৩৮
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৮৩০ একর চিংড়িঘের দখল করার সময় গুলিবিদ্ধ হয়ে একজন ঘের কর্মচারি আহত হয়েছেন । এসময় বন্দুকসহ ৪ সন্ত্রাসীকে স্থানীয় জনতা পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা চিংড়িজোন চরণদ্বীপ মৌজার ভাটামনির খাল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মোহাম্মদ এহেসান (৫৩)। তিনি সওদাগরঘোনা গ্রামের মৃত সামশুল আলমের ছেলে।
আটক চারজনের হলেন চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবু তাহের (৪৪), একই এলাকার জাকের আহমদের ছেলে মোহাম্মদ মিরাজ (৩২), নুরুনবীর ছেলে আবু তাহের মিয়া (৪৫) ও আব্দুল মজিদের ছেলে দিদারুল ইসলাম (২৪)।
জানা যায়, উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় লিজভুক্ত ৮৩০একর চিংড়ি প্লট রয়েছে। ঘেরগুলো দীর্ঘদিন নবায়ন না হওয়ায় দখল-বেদখল হয়ে সন্ত্রাসীদলের নিয়ন্ত্রণে ছিল।
গত শুক্রবার রাতে ২০থেকে ২৫জন সন্ত্রাসী ঘেরগুলো দখল করে। এরপর শনিবার বিকেল আড়াইটার দিকে ঘেরগুলোর মালিকপক্ষ সেখানে গেলে দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে একজন ঘের কর্মচারি গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে চরণদ্বীপ ভাটামনির খাল এলাকার চিংড়িঘেরের একটি বাসা থেকে একটি দেশীয় তৈরী কাটা বন্দুকসহ আবু তাহের মিয়াকে পাকড়াও করে। পরে বিভিন্ন এলাকা থেকে আবু তাহের, মিরাজ ও দিদারুল ইসলামকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, চিংড়ি জোনে ৮৩০একর ঘের দখলের খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন একটি খামার বাড়ি থেকে অস্ত্রসহ একজনসহ আরো তিনজনকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
- ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায়
- চকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে দু-গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ ১, অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৪
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
পাঠকের মতামত: