ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ঘুর্ণিঝড় আম্ফান, কক্সবাজার উপকুলে ৬ নম্বর বিপদ সংকেত

নিউজ ডেস্ক ::
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্পান’আরও শক্তিশালী হচ্ছে। ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে আম্পান চার নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তাই কক্সবাজারসহ বিভিন্ন সমুদ্র বন্দরকে ৬ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

আবাহাওয়া অধিদফতরের সোমবার (১৮ মে) বিকেল চারটার বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৪১ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৯৬ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দিক পরিবর্তন না করলে মঙ্গলবার (১৯ মে) শেষ রাতের দিকে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘুর্ণিঝড়টি এমন তথ্য দিচ্ছে কর্মকর্তারা।

ঘুর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে আবাহাওয়া অফিস। তাই চার নম্বর সতর্ক সংকেত নামিয়ে ৬ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাঠকের মতামত: