কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় অসুস্থ ঘোড়া জবাই করে গরু বলে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ২টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়ার মরিচ্যা এলাকার মিউজান ফকিরের ছেলে মাহাবুল আলম রাতে অসুস্থ ঘোড়া জবাই করেন। পরে তা গরুর মাংস বলে বিক্রি করছেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে গেলেও কসাই মাহাবুল ও এক নারীকে আটক করা হয়। একই সঙ্গে ঘোড়ার মাংস জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ।
তিনি জানান, আটক নারীকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মূলহোতার বিরুদ্ধে মামলা করা হবে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত: