ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খুদিয়ারটেক! কুতুবদিয়ার ছোট গ্রাম

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::
কক্সবাজারের কুতুবদিয়ার সবচেয়ে ছোট গ্রাম খুদিয়ারটেক। ধারণা করা হচ্ছে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড খুদিয়ারটেক গ্রামটিই কক্সবাজার জেলার সবচেয়ে ছোট গ্রাম! ইতোপূর্বে কুতুবদিয়া উপজেলার সবচেয়ে ছোট গ্রাম হিসেবে আলোচিত হওয়া “খুদিয়ারটেক” গ্রামের ভোটার সংখ্যা ৮২ জন। এরমধ্যে মহিলা ভোটার সংখ্যা ৪১ জন। তবে, ওই গ্রামের জনসংখ্যা প্রায় দুশো হলেও শিশুসহ ২৫ জনের ৭টি পরিবার বসবাস করছে। অন্যরা বিভিন্ন স্থানে চলে গেছে। এ খুদিয়ারটেক গ্রামটি এখন অস্তিত্বহীন হয়ে বর্তমানে দক্ষিণ সাইট পাড়া হিসেবে পরিচিত। সরেজমিনে ঘুরে দেখা যায় এ-সব চিত্র। এদিকে, সমাজের সচেতন অনেকেই মনে করেন খুদিয়ারটেক শুধু কুতুবদিয়ার নয়, কক্সবাজার জেলার সবচেয়ে ছোট গ্রাম হতে পারে।

স্থানীয় মনজুরা বেগমসহ অনেকেই বলেন, খুদিয়ারটেক সাগরে বিলীন হলেও তবলরচরের দক্ষিণ দিকে বেড়ীবাঁধের পাশেই ৭টি পরিবার বসবাস করছে। তাদের আর্থিক দূরবস্থার কারণে ব্যবহার করতে হচ্ছে পলিথিন মোড়ানো ঘর। এতে নানান বঞ্চনা, দুর্ভোগ ও দূর্গতির কথাও বলেন তারা। মনজুরা বেগমের স্বামীর মৃত্যু ৮ বছর পেরিয়ে গেলেও কোনো বিধবা ভাতা পায় না বলে জানান।

ইউপি সদস্য আনোয়ারা বেগম বলেন, গত ২০ সেপ্টেম্বর ১৪ ভোটে নির্বাচিত হয়েছেন।খুদিয়ারটেকে এখনও ৮২ জন ভোটার রয়েছে। তবে, স্থায়ীভাবে বসবাস করছে ৭টি পরিবার।

এ ব্যাপারে আলী আকবর ডেইল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিকদার চকরিয়া নিউজকে বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর থেকে আস্তে আস্তে সাগরে বিলীন হয় এ খুদিয়ারটেক। ওই গ্রামের জনসংখ্যা অনুযায়ী বরাদ্দ সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: