সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ২৫ মার্চ ::
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের প্রবীন মুরব্বী মাষ্টার আলহাজ্ব মোখতার আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি….. রাজেউন। শুক্রবার বাদে জুমা নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ইউনিয়নের দক্ষিণ পাড়ার মরহুম আলহাজ্ব ফজল করিমের পুত্র এবং খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক, কিশলয় প্রাক্তন ছাত্র সংসদ আহ্বায়ক ব্যাংকার খালেদ মুর্শেদ হিরুর পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৬ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি মৃত্যুর আগ পর্যন্ত খুটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, খুটাখালী কেন্দ্রীয় মসজিদের পরিচালনা কমিটির সাবেক সভাপতি, কিশলয় স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, দক্ষিণ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদে জুহর কিশলয় স্কুল মাঠে তার নামাজে জানাযা ও কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
পাঠকের মতামত: