ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

খুটাখালীর মহাসড়ক কিনারায় অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ::

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী বাসষ্টেশনে অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ।

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ১১ টার সময় এ অভিযান পরিচালনা করা হয়। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন। খুটাখালী স্টেশন যত্রতত্র ভাসমান দোকান ঘটছে দুর্ঘটনা -শিরোনামে কিছু দিন পূর্বে দৈনিক ইনানী পত্রিকাসহ চকরিয়া নিউজ ডটকম অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। কতিপয় ব্যবসায়ী ও প্রভাবশালীদের ইন্দনে মহাসড়কের খুটাখালী বাস স্টেশন সংলগ্ন ফুটপাত দখল করে ঝুপড়ি দোকানপাট গড়ে তুলে। ফলে পথচারিদের চলাচলে দূর্ভোগ, যাত্রিদের হয়রানি, ষ্টেশন এলাকায় ভয়াবহ যানজটসহ প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

সংবাদটি মালুমঘাট হাইওয়ে পুলিশের নজরে আসায় শুক্রবার সকালে ভাসমান দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এসময় অবৈধ স্থাপনা নির্মাণকারীদের নাম ঠিকানা লিখে নেয়া হয়। পরবর্তীতে এসব দোকানঘর পুনরায় বসানো হলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে পুলিশ সুত্রে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমগির হোসেন বলেন, খুটাখালী মহাসড়ক কিনারায় অবৈধ ভাসমান দোকানঘর নির্মাণ করেছিল কতিপয় অসাধু ব্যবসায়ীরা। এতে মহাসড়কে যানজট, যাত্রী হয়রানিসহ পথচারী চলাচলে দুর্ভোগে ছিল। তাই প্রথম পর্যায়ে অবৈধ ডজনাধিক দোকান উচ্ছেদ করা হয়। দখলকারীদের নাম ঠিকানা নেয়া হয়েছে, পুনরায় ফুটপাত দখল করে দোকান ঘর বসানো হলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। মহাসড়ক কিনারায় যাতে কোন ভাসমান দোকানপাট স্থাপন করতে না পারে সেদিকে স্থানীয় জনসাধারণের খেয়াল রাখতে হবে বলেও তিনি জানান।

পাঠকের মতামত: