ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

খুটাখালীর নিলুফা ৯শ ইয়াবাসহ নারায়ণগঞ্জে আটক

500_300yasmin6নারায়ণগঞ্জ প্রতিনিধি : ৯’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রাশেদা ওরফে নিলুফা (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৩১ আগষ্ট) দিবাগত রাতে ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাশেদা ওরফে নিলুফা (৩০) হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী গ্রামের ইউনুস আলীর স্ত্রী। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সেলিম, এস.আই আসাদুজ্জামান (১), এস.আই আসাদুজ্জামান (২), এস.আই শাহিন মোল্লা ও সংগীয় ফোর্সসহ ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় আসামীর হাতের ব্যাগ থেকে ৯’শ পিছ ইয়াবা সহ ওই নারীকে আটক করা হয়। আটককৃত নারীর সাথে তার ৩ বছরের কণ্যা সন্তান রয়েছে। এব্যাপারে আটককৃত আসমীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয় যার নং-১০৬।

পাঠকের মতামত: