ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খুটাখালী ::  কক্স এইড ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজ-সেবক,রাশেদ মেডিকোর স্বত্বাধিকারী মালিক মোঃ রাশেদ এর নিজ অর্থায়নে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বৃহত্তর ৬নং ওয়ার্ডের ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০টার দিকে খুটাখালী বাজারের পূর্বপাড়া সড়কের রাশেদ মেডিকোতে বিতরণ সম্পন্ন করা হয়।
শীতবস্ত্রদাতা-মোঃ রাশেদ (স্বতাধিকারী মালিক রাশেদ মেডিকো) খুটাখালীর ৬নং ওয়ার্ডের পূর্বপাড়া বাসিন্দা ছৈয়দ ওমরের ছেলে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কক্স এইড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক এস.এম আবুল হোছাইন,ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রহিম,সেক্রেটারী মিজানুর রহমান সহ এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল প্রাপ্তদের মধ্যে-তছলিমা আকতার রেখা,রুজিনা আকতার,আব্বাস উদ্দিন ও মো:আবু ছিদ্দিকেরা জানান-আমার এলাকার সন্তান সৎ,বিনয়ী,সদালাপী রাশেদ এমন তীব্র শীতে যে আমাদেরকে একটি করে কম্বল ডেকে এনে দিয়েছেন।এতে আমরা সবাই খুশি।আল্লাহ তারে নেক হায়াত দান করুক।কেননা আমাদেরকে এর আগে কেউ এভাবে ডেকে-ডেকে কম্বল দেইনি।বিশেষ করে আমরা এই প্রথমবার কম্বল পেয়েছি।কারণ গরীব,অসহায় লোকদেরকে সবাই নিজ স্বার্থের কাজে সামান্য বিনিময়ে মাধ্যমে করায়,কিন্তু কেউ দেয় না,খাওয়ায় না।তাই যা দিল আমাদের মাথার উপর। ভবিষ্যতে আরো বেশি দেওয়ার তাওফিক যেন আল্লাহ তারে দেন,দোয়া করি।

পাঠকের মতামত: