ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

খুটাখালীতে আওয়ামীলীগের শোক দিবস পালনা না করার অভিযোগ

মোঃ নিজাম উদ্দিন :

চকরিয়া উপজেলাধীন খুটাখালীতে জাতীয় শোক দিবস পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। গত ১৫ আগস্ট ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো যথাযোগ্য মর্যাদায় মহাসড়কে শোক র্যালি ও আলোচনা সভা তাদের স্ব স্ব মিলনায়তনে সম্পন্ন করেন। কিন্তু খুটাখালী ইউনিয়নের ক্ষমতাশীন দলের পক্ষ থেকে কোন সংগঠন শোক দিবসে অংশগ্রহণ করেননি বলে অভিযোগে জানা গেছে। প্রতিবছর জাতীয় শোক দিবস উপলক্ষে খুটাখালীতে আওয়ামীলীগের পক্ষ থেকে কাঙ্গালী ভোজ, বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভার আয়োজন ছিল। তবে এবছর সম্পূর্ন বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। এনিয়ে ওই এলাকার আওয়ামীলীগ সমর্থক গোষ্টী সহ জনসাধারণের মধ্যে নিরব ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোক দিবসের কোন আয়োজন না থাকায় শোক দিবসের অবমাননা হয়েছে বলে দাবী করেন স্থানীয়রা। অপরদিকে উত্তর মেধা কচ্ছপিয়ার মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে খালেদ, মোর্শেদ, তারেক, বশির, ইমরান, হাসনাত সহ শতাধিক যুবক দুটি ট্রাক যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বঙ্গবন্ধুর ভাস্কার্যে পুষ্পস্তবক অর্পন করেন। জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন ‘আজ বাঙ্গালী জাতির জন্য কান্নার দিন। যে মহান নেতার জন্য বিশ্বভূখন্ডে বাংলাদেশ নামকরনে আমাদের দেশের নামটি অংকিত হয়েছে। আজকের দিনে সেই বীরপুরুষকে নির্মমভাবে স্বপরিবার হত্যা করা হয়েছিল। তাই কোন দল দিবসটি পালন করুক আর না করুক যথাযোগ্য মর্যাদায় পালনে আমরা আগ্রহী হয়ে উঠেছি’। দলীয় পক্ষ থেকে শোক দিবসের বিশেষ কোন আয়োজন না থাকার ব্যাপারে খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাহাদুর হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন আমরা মৌলানা ডেকে মিলাদ মাহফিলের আয়োজন করেছি তবে পরবর্তি কথাগুলো তার ফোনের শব্দ ছোট হয়ে যাওয়ায় পুরোপুরিভাবে বুঝা যায়নি।

পাঠকের মতামত: