ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ

cox-jjd-pic_1্রেস বিজ্ঞপ্তি :::
‘ভুয়া জন্মদিন’ পালনের অভিযোগ তুলে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে কক্সবাজার জেলা যুবদল।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির আলীর নেতৃত্বে শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে শহরের লালদীঘিরপাড় থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ‘সরকারের রাজনৈতিক প্রতিহিংসা’র বহিঃপ্রকাশ। যারা রাষ্ট্রমতায় আছেন, তারা নিজেদেরকে মোগল সম্রাটের মতো অথবা অন্য কোনো সম্রাটের মতো ভাবেন। আমার বাবার মৃত্যুদিবসে কেন অন্যরা জন্মদিবস পালন করবে? এটি এক ধরনের হীনতা ও প্রতিহিংসা। সেই প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও এই গ্রেফতারি পরোয়ানা।
বক্তারা হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বেগম জিয়াকে বিপর্যস্ত করতে এই গ্রেফতারি পরোয়ারা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সহ-সভাপতি মো. রফিক, মকসুদুল আলম নিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আবছার, সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, দপ্তর সম্পাদক নুরুল আমিন, যোগাযোগ সম্পাদক বাবু দোলন ধর, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, শিল্প বিষয়ক সম্পাদ মোরশেদুল হক শাহীন, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. শাহাব উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো. ইসমাঈল, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাফর আলম, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, সহ-পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন, সহ-মৎস্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম রুবেল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শেখর, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলরাম দাশ, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রাজিব চৌধুরী, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমানত উল্লাহ, জেলা যুবদলের সদস্য মো. আরফাত, মাস্টার আবুল হাশেম, আবদুল হাই টিটু, মনজুর আলম, দেলোয়ার হোসেন, শেখ আবদুল্লাহ লালু, মো. আরফাত, হেলাল উদ্দিন, ছৈয়দ আকবর সুমন, মো. জুবাইর, আজাদুর রহমান গুরা মিয়া, মো. আমিন, আমান উল্লাহ, মোশারফ আজাদ মনসুর, জিয়াউল হক জিয়া, ফজলুল হক, মো. রিদুয়ান, মিজানুর রহমান, জাবেদ উল্লাহ, মো.মিজান, মো. তবারক হোসেন, নজরুল ইসলাম, মনসুর আলম, আবদুল মোতালেব, আবুল কাশেম, আমির হোসেন, ছৈয়দ হোসেন রানা, তাজ উদ্দিন জনি, মো. বেলাল, মহিউদ্দিন, আবদুল আজিজ, মো. শরিফ, মো. রফিক, আবদুল হাকিম, তৌহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, আবদুল হামিদ, ইব্রাহিম, মো. বাবু, দেলোয়ার হোসেন মামুন, মো. হারুন, মো. রাকিব, মো. শাকিল প্রমুখ।
গত বৃহস্পপতিবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

পাঠকের মতামত: