ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

খালেদা জিয়াকে সুপরিকল্পিকভাবে হত্যার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

যমুনা : খালেদা জিয়াকে সুপরিকল্পিকভাবে হত্যা করার ষড়যন্ত্র চলছে, কারাকর্তৃপক্ষকে এর দায় দায়িত্ব বহন করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিং এ এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন আর অসুস্থ হয়ে তিনি এখন কক্ষেও চলাচল করতে পারছেননা। তাকে জোর করে আদালতে নিয়ে আসা হয় বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

পাঠকের মতামত: