ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুব শরীফ দরবারে যাচ্ছেন জাহাঙ্গীর কবির নানক

নিউজ ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক কুতুবদিয়া যাচ্ছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে তিনি আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবী (রহঃ) এর সহধর্মিণী মরহুমা ফাতেমা বেগমের জিয়াফত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

এ খবর জানিয়েছেন দরবারের শাহজাদা হযরত আবদুল করিম আল কুতুবী।

একইসাথে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপিসহ নেতৃবৃন্দ সফরসঙ্গী হিসেবে থাকবেন।

পরে তিনি মাজার জেয়ারত ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করবেন।

জিয়াফত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ যোগ দেওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত: