ঢাকা,রোববার, ২৪ নভেম্বর ২০২৪

কুতুবদিয়া বড়ঘোপ পরিষদে ‘বইঘর’ পাঠাগার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া :: কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়ন পরিষদে অবসর বইঘর নামের একটি ব্যতিক্রমী পাঠাগার উদ্বোধন করা হয়েছে। ‘অবসরে বই পড়ি, আলোকিত মানুষ হই’ এই শ্লোগানে উপজেলার স্বপ্নযাত্রী ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে বড়ঘোপ ইউনিয়ন পরিষদে পরিষদের সহযোগিতায় বইঘরটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম।
অনুষ্ঠানে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান জিসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) কানন সরকার, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার কাইচার আলম, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সাফায়েত শিহাব, উপজেলা শাখার সমন্বয়ক মিজানুর রহমান, আহ্বায়ক ইমতিয়াজ উদ্দীন জিল্লু,সদস্য সচিব ফজল করিম,যুগ্ম সচিব হামিদুর রহমান, সদস্য রায়হান, তামজিদ, হেফাজ,রাসেল, রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: