ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়া ডাকাতি মালামাল ভাগ করতে গিয়ে গুলিবিদ্ধ-২

16-নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :

কুতুবদিয়া ডাকাতি করা লুটের মাল ভাগ করতে গিয়ে ভাগ ভাটোয়ারায় না মেলায় নিজেদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে আলাউদ্দিন(২৭) মীর কাসেম মানিক (৩২)। উভয়ই লেমশীখালী ইউনিয়নের করলাপাড়ার মৌলভী সিরাজুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে ১৫ জুন (বুধবার) রাত সাড়ে এগারটার সময় লেমশীখালী ইউনিয়নের মীরাখালী সড়কে। গ্রামবাসী সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই জনকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান, ইউএনএইচও (চিকিৎসক) মিজবাহ উদ্দিন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১১টায় উত্তর লেমশীখালী মিরাখালী সড়কে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গুলিবিদ্ধ সহোদর দুই ভাই মাটিতে পড়ে আছে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রতিবেশীরা আরো জানান, প্রতিনিয়তই মিরাখালী সড়কে গুলাগুলির শব্দ শুনা যায়। জলদস্যু গ্রুপ এ সড়ক দিয়ে ডাকাতি মালামাল, ইয়াবার চালান পাচার করে থাকে। ডাকাতদল মালামাল লুট করে ভাগ ভাটোয়ারায় না মিললে একে অপরকে ঘায়েল করার জন্য গুলাগুলি করে। আবার অনেকে বলছে ইয়ারা ব্যবসায় আধিপত্য বিস্তার করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে অনেকে দাবী করেন। স্থানীয় ইউপির সদস্য ইসহাক জানান, গুলিবিদ্ধ দুইজনই তার আপন ভাই। ডাকাত দমন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অংসা থোয়াই বলেন, ঘটনার আগেরর দিন গুলিবিদ্ধ মানিক আর প্রতিপক্ষ হেলাল আর দেলোয়ারের সাথে কথা কাটাকাটি হয়। পূর্ব শত্রুতার জের ধরে গুলাগুলির সূত্রপাত। অবশ্য পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী একটি বন্দুক উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।

 

পাঠকের মতামত: