ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :
কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাবে একদল দুর্বৃত্ত হামলার চেষ্টা চালিয়েছে। ২৫ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা গেইট মনজুর মার্কেটের কার্যালয়ে এ ন্যাক্কার জনক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকদিন আগে একটি চাঁদাবাজী মামলায় আদালতে ওয়ারেন্ট বিষয়ক সংবাদ প্রকাশের অজুহাতে
গতকাল বুধবার দুপুরে স্থানীয় চিহ্নিত ১০/১২ জন দুর্বৃত্ত উপজেলা গেইটে মনজুর মার্কেটে কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে হামলার চেষ্টা চালায়। এসময় তারা ক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখার শাহজীদকে খুঁজতে থাকে এবং গালি-গালাজ করতে থাকে। একই সময় দুর্বৃত্তরা ওই মামলার আইনজীবি ফিরোজ আহমদ এর একই মার্কেটে অবস্থিত চেম্বারে ঢোকার চেষ্টা করে তাকেও হামলার চেষ্টা, বিভিন্ন হুমকি দেয় বলে আইনজীবি ফিরোজ আহমদ জানিয়েছেন। তাৎক্ষণিক খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস, ওসি (তদন্ত) আমিরুল ইসলাম সহ বেশ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় চিহ্নিত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী (নং-৭৮৯) করা হয়েছে বলে কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জানিয়েছেন। এ দিকে কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে হামলার চেষ্টায় কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিক,সচেতন মহল নিন্দা জানিয়েছেন। তারা এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের
প্রতি জোর দাবী জানান।

পাঠকের মতামত: