ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ২য় শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

aaগিয়াস উ‌দ্দিন, কুতুব‌দিয়া থে‌কে ফি‌রে :::

কুতুবদিয়া উপজেলায় ২য় শ্রেণীর স্কুল ছাত্রের লাশ উদ্ধার নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্ঠি হয়েছে। স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিতর হত্যা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ,গত ৬ অক্টোবর রাত সাড়ে ১১ টার সময় উপজেলার আলী আকবর ড়েইল ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের কাজীর পাড়া এলাকার আনোয়ার হোসেনের শিশু পুত্র ২য় শ্রেণীর ছাত্র মোঃ ছোটন (৮) লাশ কাজীর পাড়া পুকুরের খাদে হাটু পানিতে দেখতে পেয়ে শিশুটির পরিবারে খবর দিলে আতœীয় স্বজন ও প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারিরিক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে নিহত শিশুর পিতা আনোয়ার হোসেন জানায়,গত ৬ অক্টোবর সকাল ১০টায় শিশুটিকে মাছ কিনে আনতে পাঠানো হয় আলী আকবর ড়েইলের পূগের দোকান এলাকায়। দুপুর ২টায় শিশুটি বাড়ি না পেরায় শিশুটির সন্ধান চেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। তিনি আরও জানায় তার সাথে ঐদিন দুপুর ১২টার সময় একই এলাকার আমির হোসেনের পুত্র মোঃ করিমের ঝগড়া হয়। এ আক্রোশে ২য় শ্রেণীর ছাত্র মোঃ ছোটনকে পরিকল্পিত ভাবে হত্যা করে পুকুরে পেলে দেয় বলে দাবী করেন। এ রির্পোট লেখার আগ পর্যন্ত থানায় কোন মামলা রজু হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান। এ ব্যাপারে কুতুবদিয়া থানার এস আই মোঃ শাহাজাহান জানায়,লাশটির প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরী পূর্বক ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে এলাকার সচেতন মহল মনে করছেন লাশটি ময়না তদন্ত রির্পোট আসলে সকল রহস্য বের হয়ে আসবে।

পাঠকের মতামত: