ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ২৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কুতুবদিয়ায় করোনা প্রতিরোধে আরোপিত স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার না করায় উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।

বুধবার (২৯ জুলাই) নৌবাহিনী ও পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল চৌধুরী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় বিভিন্ন মার্কেটে ক্রেতা ও বিক্রেতা, গাড়ী চালক, যাত্রীদের স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক ব্যবহার না করার কারণে ২৮ জনকে মোট ২, ৫৯০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত: