ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় লেমশীখালী উপ নির্বাচনে জয়ী দুই  ইউপি সদদ্যের শপথ

কুতুবদিয়া প্রতিনিধি :: কুতুবদিয়ায় উপ নির্বাচনে জয়ী হওয়া দুই  ইউপি সদদ্যের শপথ গ্রহণ সম্পন্ন করা হয়েছে।

আজ সোমবার (১১ জানুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শপথ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ জহিরুল হায়াত শপথ বাক্য পাঠ করান ।

শপথ নেন লেমশীখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হামিদা বেগম ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হোছাইন।

এসময় উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী, আলী আকবর ডেইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম, দক্ষিণ ধূরুং ইউনিয়নের মহি উদ্দিন এমইউপি, ছাত্রনেতা শাহ নেওয়াজ, রেজাউল করিম, জয়নাল আবেদীন, রাসেল ও স্থানীয় সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: