ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় র‌্যাবের অভিযান ১৯ টি অস্ত্র ও ৬’শত ২১ রাউন্ড গুলিসহ গ্রেফতার-১

kutobdeah rab-7,pic-22,06,17 -আবদুর রাজ্জাক, কক্সবাজার  :::

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে ১৯ টি অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদসহ চিহ্নিত সন্ত্রাসী মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল (৫২) কে গ্রেফতার করেছে। ২২ জুন রাত ১ টা ৩০ মিনিটের সময় র‌্যাব সদস্যরা জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউপিস্থ পরান সিকদার পাড়া ডাঃ জাবেদ আহমেদ চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে ৬ টি এসবিবিএল, ১৩ টি ওয়ান শুটারগান ও ৬’শত ২১ রাউন্ড (২১ ঢ ১২ বোর এবং ৬০০ ঢ .২২ বোর) গুলিসহ সন্ত্রাসী মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল (৫২) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল কুতুবদিয়া উপজেলার পরান সিকদার পাড়া গ্রামের মৃত ডাঃ জাবেদ আহমেদ চৌধুরীর পুত্র বলে জানা গেছে।

র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আমিরুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানা যায়, ২২ জুন রাত ১ টা ৩০ মিনিটের সময় র‌্যাব-৭’র একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউপিস্থ পরান সিকদার পাড়া ডাঃ জাবেদ আহমেদ চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে ৬ টি এসবিবিএল, ১৩ টি ওয়ান শুটারগান ও ৬’শত ২১ রাউন্ড (২১ ঢ ১২ বোর এবং ৬০০ ঢ .২২ বোর) গুলিসহ সন্ত্রাসী মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল (৫২) কে গ্রেফতার করে।

র‌্যাব-৭’ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী । সে এলাকায় ডাকাতি, লবন চাষীদের নিকট হতে চাঁদা আদায়, মাছের ঘের হতে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে র্দীঘদিন ধরে। সে এলাকার জনসাধারনের মনে আতংক সৃষ্টিসহ এলাকাই প্রভাব বিস্তারের লক্ষ্যে সর্বদা বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র মজুদ রাখে বলে এলাকাবাসি সূত্রে প্রকাশ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে অস্ত্র আইনে মামলা দায়েরের প্র¯ু‘তি এবং আসামীদেরকে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব সূত্রে প্রকাশ।

পাঠকের মতামত: