ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় মাহেন্দ্র উল্টে ৮ যাত্রী আহত

কুতুবদিয়া প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় মগডেইল (আইসক্রিম ফ্যাক্টরি সামনে) এলাকায় মাহেন্দ্র উল্টে ৮ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে আজমসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুফয় দাশ(১৫), বিরোরানী দাশ(৩৪) ও সজয় দাশ(২০), বিকাশ দাশ(২০),সবুজ দাশ(২২), নিপুণ দাশ (১৯),আজন দাশ(১৮) ও সিজয় দাশ(২০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলী আকবর ডেইল জেলে পাড়া এলাকা থেকে বড়ঘোপে কেন্দ্রীয় কালী মন্দিরে মহৌৎসবে উদ্দেশ্যে আসতেছিলেন তাঁরা। হঠাৎ সামনে কুকুর পড়লে

মাহেন্দ্র উল্টে যায়। পরে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে আঘাত গুরুতর হওয়ায় তিনজনকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন বলে জানা গেছে।

পাঠকের মতামত: