ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৫ জুলাই

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের (ইউপি) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ ই জুলাই এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ জুন ) কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামসেদুল ইসলাম সিকদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুন (রবিবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ০২ জুলাই (মঙ্গলবার) । প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ০৯ জুলাই (মঙ্গলবার) ও প্রতীক বরাদ্ধ হবে ১০ জুলাই (বুধবার) ।

উল্লেখ্য, কুতুবদিয়া বড়ঘোপ পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আ‘লীগের মনোনয়ন নিয়ে নৌকার
প্রার্থী হন। সে কারণে বড়ঘোপ ইউপি‘র চেয়ারম্যান পদটি নির্বাচন কমিশন আবেদনের প্রেক্ষিতে শূন্য ঘোষনা করেন।

পাঠকের মতামত: