ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় বিএনপির পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি. কুতুবদিয়া :
সারাদেশের ন্যায় কুতুবদিয়ায়ও বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে পৃথক পৃথক স্থানে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন করে বিএনপি-আ’লীগ।

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়সহ ১০ দফা দাবি বাস্তবায়নে কুতুবদিয়ার ৬টি ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপি। এদিকে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির হিসেবে সব ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। তবে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির পদযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমেদ, সহ সভাপতি ছৈয়দ আহমেদ চৌধুরী, সাধারন সম্পাদক এমএ ছালাম কুতুবী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সিকদারসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে, বিএনপির পদযাত্রার পাল্টা হিসেবে শান্তি সমাবেশ করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ। সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে উপজেলার ৬টি ইউনিয়নে শান্তি সমাবেশ করে ইউনিয়ন আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছাফা বিকম, উপজেলা আ’লীগের সহ সভাপতি রমিজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু জাফর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও ভোলা নাথ, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমগীর খান মাতবর, সাধারণ সম্পাদক মীর কাসেম, আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সভাপতি কাইমুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক কাইমুল হুদা বাদশা, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু মাতবর, দক্ষিণ ধূরুং ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহেদ নুর, লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিক সিকদার, উত্তর ধূরুং ইউনিয়ন আ’লীগের সভাপতি সেজাম উদ্দীন, সাধারণ সম্পাদক শওকত ওসমান, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদারসহ ৬টি ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পাঠকের মতামত: