ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ফিশিং বোটে ডাকাতি: ৬ জলদস্যু আটক

dakati-21কুতুবদিয়া প্রতিনিধি :::

কক্সবাজারের সাগর ঘেরা দ্বীপ কুতুদিয়ার অদূরে ফিশিংবোটে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গোপন খবরের ভিত্তিতে গতকাল দ্বীপের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের জাহাজ খাড়ি নামক স্থান থেকে ৬ জলদস্যুকে আটক করেছে বাংলাদেশ নৌ- বাহিনীর টহলরত একটি দল। পরে জলদস্যুদেরকুতুবদিয়া থানাকে হস্তান্তর করে দেয় নৌ-বাহিনী। জলদস্যুরা হলো দক্ষিণ ধুরুং বাতিঘর পাড়ার আবুল কালামের পুত্র মিজানুর রহমান(৩০), একই এলাকার আবু তৈয়বের পুত্র আকতার (২৮), এ্কই ইউনিয়নের জইলার পাড়া গ্রামের মোক্তার হোসেনের পুত্র জসিম উদ্দিন (১৮), আলীফকির ডেইল গ্রামের শফি সোলতানের পুত্র আবু মুছা (৪০)উত্তর ধুরুং ছাদের ঘোনা গ্রামের বদি আলমের পুত্র ফজল করিমন (২৮), একই গ্রামের ছাদের ঘোনা গ্রামের ইউছুপ আলীর পুত্র শাহরিয়ার (২৫)। জানা গেছে পূর্ব গহিরার মমতাজ উদ্দিন ও নুরুল আলমের মালিকানাধীন ফিশিং বোটে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। জলদস্যু মিজানের সাথে কথা বলে জানা যায়, তাদের দলে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের আরো ১৬ জন ডাকাত ছিল।তবে সে ঐ দলের কোন সদস্যের নাম বলতে পারেনি। এব্যাপারে মমতাজ উদ্দিন বাদি হয়ে একটি ডাকাতি মামলা রুজু করেছে বলে জানিয়েছে কুতুবদিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) অংসা থোয়াই ।বাকি জলদস্যুদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত: