ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে আটক ৪

নিজস্ব প্রতিনিধি. কুতুবদিয়া :: কুতুবদিয়ায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়ার মফিজ উল্লাহর ছেলে নুর হোসেন (৩৭) ও রমিজ (৩৫), একই ইউনিয়নের ওয়াইজ্যার পাড়ার মৃত বদিউল আলমের ছেলে মো. নেজাম ও মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. রুবেল।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৪ পালাতক আসামীরা অবস্থান করার গোপন সংবাদ পায় পুলিশ।

থানার ওসি মোঃ জালাল উদ্দীনের নির্দেশে এসআই রায়হান উদ্দিন, এসআই সানা উল্লাহ্, এসআই জাকির হোসেন, এসআই মকবুল হোসেন, এএসআই কাজী আবু কাউছার, এএসআই আমান উল্লাহ, এএসআই আব্দুর রশিদসহ সঙ্গীয় একটি দল নিয়ে ওই এলাকা গুলোতে পৃথক পৃথক ভাবে অভিযান চালায়।

অভিযানে পলাতক আসামী নুর হোসেন, মো. রমিজ, মো. নেজাম ও মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা হওয়ার পর থেকে তারা এলাকা ছেড়ে পালাতক ছিল বলে জানিয়েছেন।

পাঠকের মতামত: