ঢাকা,রোববার, ৫ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়া প্রতিনিধি :

কুতুবদিয়ায় পানিতে ডুবে সাথী মণি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ জানুয়ারী (রবিবার) উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের মশরফ আলী বলীর পাড়া গ্রামে পানি ডুবির ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার বিকালের দিকে ওই গ্রামের মোঃ আনোয়ার হোছেনের ৫ বছর বয়সী শিশু কন্যা সাথী মণি বাড়ির অন্য সদস্যদের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজ পেয়ে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোস্তফা মনির মাসুদ শিশুটি মৃত বলে জানান।

পাঠকের মতামত: