ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ী খাদে, চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কুতুবদিয়ার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গোলাম মোহাম্মদ প্রকাশ নাঈম (৩২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার লেমশীখালী ইউনিয়নের সিদ্দিক হাজির পাড়ার বেড়ীবাঁধ সংলগ্ন ঘোনা মোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোহাম্মদ নাঈম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়া গ্রামের মৃত মোহাম্মদ জমির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের সিদ্দিক হাজির পাড়ার ঘোনা মোর এলাকায় বেড়ীবাঁধের উপরে বস্তা ভর্তি লবণের স্তুপ করার কারণে মাহিন্দ্র গাড়ীটি পাশ কেটে যাওয়ার মুহূর্তে নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি খাদে পড়ে উল্টে যায়।

এতে চালক গোলাম মোহাম্মদ এবং গাড়ীর শ্রমিক ইয়াসিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। পরে, চট্টগ্রাম নেয়ার পথে গোলাম মোহাম্মদ নাঈমের মৃত্যু হয় এবং গাড়ীর শ্রমিক ইয়াসিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে

মাহিন্দ্র গাড়ী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পাঠকের মতামত: