ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

কুতুবদিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ১৫

​ কুতুবদিয়া প্রতিনিধি :: কক্সবাজারের কুতুবদিয়ায় নির্বাচনে ব্যালট ছিনতাই করতে গিয়ে আবু হালিম (৪০) নামে নৌকার এক এজেন্ট পুলিশের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫জন।

আজ সোমবার দুপুর ১২টায় বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু হালিম ওই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালামের নির্বাচনি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নৌকা প্রার্থীর সমর্থকেরা হৈ হুল্লোড় করে কেন্দ্র দখল করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার বলেন, কেন্দ্র দখলের ঘটনায় উভয়পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে।

রিটার্নিং অফিসার জামশেদুল ইসলাম সিকদার বলেন, ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি শান্ত হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে।

পাঠকের মতামত: