ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় ডাকাত আটক, অস্ত্র উদ্ধার

কুতুবদিয়া প্রতিনিধি ::

কুতুবদিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাহমুদুল করিম প্রকাশ বাইট্টা করিম নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগষ্ট (শুক্রবার) রাত সাড়ে ৯ টায় উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীনের নেতৃত্বে বিশেষ আনসার মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল দরবারঘাট এলাকায় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে স্বীকারোক্তি মতে তার আস্তানা থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ। আটক মাহমুদুল করিম উত্তর ধূরুং ইউনিয়নের ছাদের ঘোনা গ্রামের মৃত উলা মিয়ার ছেলে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌস জানান, ‘মাহমুদুল করিম পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। সে চাঞ্চল্যকর ৩৬ জেলে হত্যা মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে কুতুবদিয়া, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা এবং পটুয়াখালী থানায় হত্যা, অপহরণ, ডাকাতিসহ অর্ধ ডজন মামলা রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: