ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় টেম্পো খাদে ৫ স্কুল ছাত্রী আহত 

কুতুবদিয়া প্রতিনিধি ::  কুতুবদিয়ায় যাত্রীবাহি টেম্পো উল্টে ৫ স্কুল ছাত্রী আহত হয়েছে। আজ রবিবার ( ৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর কলেজ গেইটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকাল ১০টার দিকে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ ছাত্রী সহ জামাল উদ্দিনের মালিকানাধীন একটি যাত্রীবাহি টেম্পো চালক সাইফুল ইসলাম চালিয়ে বড়ঘোপ মেড়িকেল গেইট থেকে লেমশীখালী যাওয়ার পথে আজম রোডে কলেজ গেইটে পৌছিলে টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় আহত ৫ স্কুল ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ছাত্রীরা হলো- আসরিফা জান্নাত (১৩), নিশাত (১৩). লাভলী (১৩), মুনমুন (১৩) ও উম্মে সালমা (১৩)। আহত ৫ ছাত্রীরা সবাই ৮ম শ্রেনির ছাত্রী বলে  তাদের সহপাঠি ফারজি জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকতা ডা. জাহাঙ্গীর আলম চৌধরী বলেন, আহত ৫ ছাত্রীকে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য নিশাত ছাড়া বাকি ৪জনকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

পাঠকের মতামত: