ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে এইচএসসি/সমমানের পরীক্ষা

ssssdকুতুবদিয়া প্রতিনিধি :::

কক্সবাজারের কুতুবদিয়া কলেজের চারটি ভবনে এবারের এইচএসসি/সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করছে উপজেলা চারটি প্রতিষ্ঠানের ৫৬৮ জন পরীক্ষার্থী। কুতুবদিয়া কলেজ, কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ , বড়ঘোপ ফাযিল মাদ্রাসা ও ছমুদিয়া আলিম মাদ্রাসাসহ মোট চারটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের একই স্থানে পরীক্ষা নেয়া হচ্ছে কুতুবদিয়া কলেজের চারটি ভবনে। ভবনগুলোর একটি   অতীঝুঁকিপূর্ণ । এ ভবনের ২টি কক্ষে অংশ গ্রহণ করছে প্রায় দেড় শতাধিক পরীক্ষার্থী।  ভবনটি যে কোন সময় ধ্বসের আশংকা করছে সচেতন অভিভাবক মহল।  ভবনটির ফ্লোরও দেবে গেছে এবং উপরের ছাদ ক্ষত হয়ে প্লাস্টার খসে পড়ছে। পুরাতন ভবনের কক্ষদ্বয়ের পরীক্ষার্থীদের কয়েকজন জানিয়েছেন আতংকের মধ্যে পরীক্ষা দিচ্ছে । পরীক্ষা দেওয়ার সময় মনে আতংক কাজ করছে বলে জানিয়েছেন তারা। এব্যপারে কর্তৃপক্ষ জানিয়েছে ভবন স্বল্পতার কারনে বাধ্য হয়েই এভবনে পরীক্ষা নিতে হচ্ছে।

পাঠকের মতামত: