ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় জেএসসি ও জেডিসিতে ১০ শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ৫ পেয়েছে ২১ জন

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :
কুতুবদিয়ায় মঙ্গলবার প্রকাশিত জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলে কমেছে জিপিএ-৫। উপজেলার ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ২১ জন। কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুতুবদিয়া হাই স্কুল ও ধুরুং হাই স্কুল সহ ৩ কেন্দ্রে ১৬৬২ জন শিক্ষার্থী জেএসসিতে অংশ নেয়। পাশ করেছে ১৪৮৯ জন। পাশের হার ৮৯.৫৯।

কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জিগারুন নাহার বলেন, এবার জেএসসিতে শিক্ষার্থীর অংশগ্রহণ, জিপিএ-৫ ও পাশের হার সব মিলিয়ে বিবেচনা করা হলে তার বিদ্যালয় সেরা ফলাফল করেছে। সরকারি এ স্কুল থেকে ৯৩ জন অংশ নিয়ে ৪ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৮৬ জন। পাশের হার ৯২.৪৭। অপর দিকে পাশের হার বিবেচনায় লেমশীখালী হাই স্কুল সেরা ফলাফল করেছে বলে জানান প্রধান শিক্ষক আবু ইউছুফ । ১৪৫ জন অংশ নিয়ে ১ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ১৩৬ জন। পাশের হার ৯৩.৭৯।

বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসিতে ৫২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৩৫ জন। পাশের হার ৮২.৩৮। সেরা ফলাফল করেছে আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা। ২ জন জিপিএ-৫ সহ ৮৯ জনে পাশ করেছে ৮৮ জন। পাশের হার ৯৮.৮৮।

অপর দিকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩ হাজার ৫৩৯ জন খুঁদে পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩ হাজার ১৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩০১ জন। পাশের হার ৮৮.৫৫। ইবতেদায়ি শ্রেণিতে ৩৭৫ জন অংশ নিয়ে পাশ করেছে ৩৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রজব আলী বলেন, এবার জেএসসি ও জেডিসিতে জিপিএ-৫ কমেছে। তবে পাশের হার ততটা খারাপ নয়। সার্বিক দিক থেকে আরো ভাল ফলাফল তারা আশা করেছিলেন বলে জানান।

পাঠকের মতামত: