ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় গৃহবধু খুন

khun1গিয়াস উ‌দ্দিন, পেকুয়া থে‌কে :::

কক্সবাজারের কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশি খুন করেছে এক গৃহবধুকে। শুক্রবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পূর্ব আলী আকবর ডেইল মুছা সিকদার পাড়ায় এ হত্যাকান্ডটি ঘটে। প্রত্যদর্শী ও নিহতের জা কহিনুর জানায়, শুক্রবার দুপুরে ওই পাড়ার আবু মুছার স্ত্রী মর্জিনা বেগম (৩৫) ও একই পাড়ার আমীর হোছাইনের পুত্র ছোটন (৩০) এর স্ত্রীর সাথে টিউবওয়েলের পানি নেয়া নিয়ে কথাকাটাকাটি হয়। পরে সেটি সমাধাও হয়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ছোটন প্রকাশ ছোটাইয়া সন্ধ্যা ৬টার দিকে মর্জিনার বাড়িতে ঢুকে তাকে টেনে হেঁচড়ে বাড়ির বাহিরে নিয়ে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। বটির আঘাতে হাতে একাধিক কোপ সহ মর্জিনার পেটের ভুড়ি বের হয়ে যায়।মর্জিনা ও তার শিশু পুত্রদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মো. জায়নুল আবেদীন মর্জিনাকে মৃত বলে ঘোষনা করেন। মর্জিনার শিশু পুত্র ফাহিম(১০) জানায়, ছোটাইয়া তার ছোট বোনকে আছাড় মেরে ফেলে দিয়ে তার মাকে টেনে নিয়ে গিয়ে বটি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
মর্জিনার স্বামী আবু মুছা স্থানীয় আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার দপ্তরী । তাদের সংসারে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অং সা থোয়াই বলেন, গৃহবধুর খুনের বিষয়টির খবর পেয়েছেন। হাসপাতালে সুরতহাল রিপোর্ট তৈরির পর মামলা হলে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত: