ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় কৃষি কর্মকর্তাসহ ৩ জনের করোনা পজেটিভ

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কক্সবাজারের কুতুবদিয়ায় করোনার স্যাম্পল ৬ জনে রিপোর্টের মধ্যে কৃষি কর্মকর্তাসহ ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ তথ্য জানানো হয়। শনাক্ত হওয়া রোগীরা হলেন: ধূরুং ব্র্যাকের কর্মকর্তা নুরুল আবছার, কৃষি কর্মকর্তা রিয়াসাত মোঃ ইস্তিয়াক এবং বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী ফরিদ আলম।

এব্যাপারে, কুতুবদিয়া করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ডাঃ জায়নুল আবেদীন আজ ওই ৩জন করোনা রোগীও হোম কোয়ারান্টাইনে আছে বলে নিশ্চিত করেন। এছাড়া একই দিনের অপর ৩ জন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট নেগেটিভ।

উল্লেখ্য, এ পর্যন্ত কুতুবদিয়ায় করোনা রোগী শনাক্ত ৬৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ২৪ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন ২ জন।

পাঠকের মতামত: