স্টাফ রিপোর্টার : : কুতুবদিয়া ধুরুংবাজারে অগ্নি নির্বাপক ব্যরবস্থাহীন প্রায় ৪’শ এলপি গ্যাস সিলিন্ডার গোডাউনে৩ মজুদ রাখায় মোবাইল কোর্টের মাধ্যসমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ধুরুংবাজারে আল্লাহর দান নামক এলপি গ্যাবস সিলিন্ডার পরিবেশক শহিদুল ইসলাম তার গোডাউনেু অগ্নি নির্বাপক ব্য বস্থাহীন প্রায় ৪’শ গ্যাহস সিলিন্ডার মজুদ রাখা, প্রয়োজনীয় অগ্নি নির্বাপক এক্সটেংগুইশার সিলিন্ডার না রাখা, যত্রতত্র বিভিন্ন দোকানে ঝুঁকিপূর্ণ স্থানে সিলিন্ডার বিক্রয়ের জন্যে সরবরাহ করায় মালিক শহিদুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ২ মাস আগেডও সাবেক এসিয়ল্যানন্ড জর্জ মিত্র চাকমা একই পরিবেশককে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন।
পাঠকের মতামত: