ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় একই পরিবারে শিশুসহ ৭ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::  কুতুবদিয়ায় শনিবার করোনার স্যাম্পল রিপোর্টের মধ্যে একই পরিবারের শিশুসহ আরও ৩জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ তথ্য জানানো হয়। শনাক্ত হওয়া রোগীরা হলেন- উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের কালারমার মসজিদ পাড়া এলাকার তাসনুভা(৩৪), নাওজা(৯), বিউটি(২৯)। গত সোমবার (১৫ জুন) পজিটিভ আসা মেহেরুজ্জামানের পরিবারের সদস্য বলে জানা গেছে।

এ ব্যাপারে, কুতুবদিয়া করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ডাঃ জায়নুল আবেদীন ওই ৩ জন করোনা রোগীও হোম কোয়ারান্টাইনে আছে বলে নিশ্চিত করেন।

উল্লেখ্য, উপজেলার উত্তর ধূরং ইউনিয়নের কালারমার মসজিদ পাড়া এলাকার মোজাহেরুল হকের পুত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র মেহেরুজ্জামান (২৬)। মেহেরুজ্জামানসহ পরিবারে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৭ জন। এ পর্যন্ত উপজেলার মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

পাঠকের মতামত: