ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ৬জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া :: কুতুবদিয়া উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২জন চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে ৪ জনসহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার (২৪ মার্চ) উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নিজ নিজ প্রার্থীরা এই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করে নেয় এরমধ্যে লেমশীখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রমিজ আহমেদ কুতুবী সাধারণ সদস্য ৩নং ওয়ার্ডের নজরুল ইসলাম ও বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবের আহমদ কুতুবী ও ২জন সাধারণ সদস্য। এছাড়া আলী আকবর ডেইল ইউনিয়নের সাধারণ সদস্য ১ জন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রার্থীগণের মাঝে প্রতীক বরাদ্দ ও ১১ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: