ঢাকা,বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

কুতুবদিয়ায় অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া, কক্সবাজার ::
কুতুবদিয়ায় আকস্মিক অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই।  বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টায় গ্যাসের চুল্লিতে পিয়াজু ভাজতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে লেমশীখালী ইউনিয়নের দরবারঘাট এলাকায় মৌলভী ফসি উদ্দিনের দোকানে যথারীতি দোকানের কর্মচারী এরশাদ গ্যাসের চুলায় পিয়াজু ভাজতে গেলে আগুন ধরে যায়। গ্যাস সিলিন্ডার বিস্পুরণ হয়ে পুরো দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষণিকের মধ্যে পার্শ্ববর্তী খড়ের দোকানে আগুন ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। যার ফলে আধ ঘন্টার মধ্যে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে এরশাদ (৩০) , বদিউল আলম (৩০),মুছা (৪৫) সহ তিনজন দগ্ধ হয়েছে। তাদেরকে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।
দোকান মালিক সফি উদ্দীন ও আবু মুছা জানান, আগুনে দুই দোকানে প্রায় ৫লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবী করেন। অগ্নিকান্ডের খবর পেয়ে ভারপ্রাপ্ত ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী প্রকল্প বাস্তবায়ন কর্মকতা খোকন কান্তি দাশ, সমাজ সেবা অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন, লেমশীখালী ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসাইন,কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস কে লিটন কুতুবী,লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এম রেজাউল করিমসহ অনেকে তৎক্ষনিক ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাঠকের মতামত: