ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ার মালেক শাহ’র দ্বিতীয় সহধর্মিণী নামাজে জানাজায় মানুষের ঢল

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া :: উপমহাদেশের আধ্যাত্মিক সাধক পুরুষ, কুতুব শরীফ দরবারের পীর, গাউসে মোখতার হযরতুল আল্লামা শাহ আবদুল মালেক মহিউদ্দিন আল-কুতুবী (রা.)’র দ্বিতীয় সহধর্মিণী ও শাহজাদা আব্দুল করিমের আম্মাজান ফাতেমা আক্তারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে সাড়ে ১০ টায়
প্রথম জানাজা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদের ময়দানে এবং দ্বিতীয় জানাজা কুতুবদিয়াস্থ কুতুব শরীফ দরবারে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাজায় কুতুবদিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও উলামায়ে কেরাম অংশ নেন।

স্মরণকালের এ নামাজে জানাজায় আল্লামা শাহ আবদুল মালেক মহিউদ্দিন আল-কুতুবী (রা.)’র ছেলে শাহজাদা আব্দুল করিম ইমামতি করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টায় চট্টগ্রাম শহরের বাসভবনে ফাতেমা আক্তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁহার বয়স হয়ে ছিল ৭২ বছর।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ইসলামিক সংগঠনের গভীর শোক প্রকাশ করেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকের মতামত: